প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:০০
শাহতলীতে অ্যাডঃ তাহের হোসেন রুশদীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ্তলী নিবাসী অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণ সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে এবং ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সোহেল রুশদী। তিনি বলেন, আমার বাবা বহু গুণের অধিকারী ছিলেন। তিনি একদিকে শিক্ষক, জনপ্রতিনিধি ও সর্বোপরি আইনজীবী ছিলেন, মানুষের সেবায় ছিলেন উদার।। তিনি জিলানী চিশতী কলেজের নতুন ভবন নির্মাণ করতে ১৮শতক ভূমি দিয়েছেন। এর আগে আমার পিতার জমিসহ আমার বাবার উদ্যোগে কলেজে ১একর জমি দান করা হয়। তিনি ছিলেন শিক্ষার বাতিঘর। উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে আমার আম্মা জমি দান করেছেন। আমার পিতার প্রতি মানুষের আস্থা ছিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ জিয়াউর রহমান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ মানিক মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, শাহতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নেছার আহমেদ খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি ও সমাজসেবক মোঃ মজিবুর রহমান বাবুল কারী।
স্মরণ সভা অনুষ্ঠান শেষে মরহুমের শাহতলীস্থ রুশদী বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
কর্মসূচির শুরুতেই সকাল ৯টায় শাহতলী রুশদী বাড়ি জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুলাই ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহের হোসেন রুশদী ইন্তেকাল করেছিলেন।