বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০০:০০

পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় রাস্তার বেহাল দশা

সোহাঈদ খান জিয়া ॥
পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় রাস্তার বেহাল দশা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার বেহাল দশা বিরাজ করছে। রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয় হয়ে যাওয়া কাঁচা রাস্তা কয়েক দিনের বৃষ্টিতে বেহাল দশায় পরিণত হয়েছে।

এ রাস্তা দিয়ে পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়, পশ্চিম সকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা আসা যাওয়া করে। এছাড়া মসজিদের মুসল্লি ও ১৫/১৬ টি বাড়ির লোকজন চলাচল করে থাকে। রাস্তার কোনো কোনো স্থানে হাঁটু পরিমাণ কর্দমাক্ত হয়ে পড়েছে। বর্তমানে রাস্তায় চলাচল একেবারে অযোগ্য হয়ে গেছে।

এ ব্যাপারে পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হান্নানুর রহমান বলেন, বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে কর্দমাক্ত হয়ে গেছে। শিক্ষার্থীরা জামা কাপড় নষ্ট করে বিদ্যালয়ে আসতে হয়। পাশাপাশি এলাকার লোকজনকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা পাকা করা হলে দুর্ভোগ লাঘব হবে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা মোঃ রুবেল শেখ বলেন, রাস্তা পাকা করা একান্ত জরুরি। এ রাস্তা দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিসহ কয়েক হাজার মানুষ চলাচল করে থাকে। বৃষ্টি হওয়ায় রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়