প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা সদর ও পৌর শাখার নেতৃবৃন্দ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। ৩০ জুন সকালে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কিছু সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ পেশাগত বিষয় নিয়ে আলোচনা করেন। একই সাথে আগামীতে তাদের পেশাগত কাজে সহযোগিতা কামনা করেন।