বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০

টেকসই উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন

------মেয়র আবুল খায়ের পাটওয়ারী

প্রবীর চক্রবর্তী ॥
টেকসই উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন

ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, টেকসই উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। পৌর এলাকায় চলমান উন্নয়ন কাজের কারণে জনগণের কিছুটা দুর্ভোগ পোহাতে হবে। কিন্তু বৃহত্তর স্বার্থে জনগণকে এইটুকু কষ্ট শিকার করতে হবে। আমি মেয়র হিসেবে যোগদানের পর থেকে পৌরবাসীর উন্নয়নে কাজ করছি। এই বয়সেও সকালে ঢাকা গিয়ে রাতে এসেছি। কাজ না করা অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকা কাজও আমি ঠিাকাদারের সাথে কথা বলে কাজ শুরু করেছি। IUGIP প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ২০ কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে। কাজও শুরু হয়েছে। আজকে সেই প্রকল্পের ড্রেনের কাজ উদ্বোধন হলো।

গতকাল ৩০জুন রোববার দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার ওনুআ চত্বরে থেকে এ আর উচ্চ বিদ্যালয় মোড় পর্যন্ত IUGIP প্রকল্পের IUGIP/FAR/UT+DR/02/2023 Pakage এর D-078 ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করার সময় তিনি এ কথাগুলো বলেন।

নির্মাণ কাজ উদ্বোধনকালে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মোঃ সোহেল প্রধান, সহকারী প্রকৌশলী (IUGIP) মোঃ মেরাজ মাহামুদ, উপ-সহকারী প্রকৌশলী (IUGIP) মোঃ নাসিরুজ্জামান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (অঃ দাঃ) মোহাম্মদ উল্যাহ আল-আমীন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়