বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০০:০০

বাকিলা প্রবাসী আওয়ামী লীগ ফোরাম অন্যদের কাছে অনুকরণীয় হতে পারে

---------উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী

কামরুজ্জামান টুটুল ॥
বাকিলা প্রবাসী আওয়ামী লীগ ফোরাম অন্যদের কাছে অনুকরণীয় হতে পারে

বাকিলা প্রবাসী আওয়ামী লীগ ফোরাম অন্যদের জন্যে অনুকরণীয় হতে পারে। এই ইউনিয়নের প্রবাসী আওয়ামী লীগের রেমিটেন্স যোদ্ধারা নিজেদের ঘাম ঝরানো টাকা মানবিকতার পথে যেভাবে বিলিয়ে দেন তা আমাদের জন্যে শিক্ষণীয়। হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের অসুস্থ আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা সহায়তা প্রদানকালে এসব কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।

অসুস্থ দেলোয়ার হোসেনের নিজ বসতঘরে অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি।

বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী লীগ ফোরামের প্রধান সমন্বয়ক ও জেলা ছাত্রলীগ নেতা রকিবুর ইসলাম রাকিকের সার্বিক ব্যবস্থপনায় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের যুগ্ম সমন্বয়ক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান নয়ন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও কাতার প্রবাসী জসিম উদ্দিন হাওলাদার ইমন, বাকিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদার, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন, সাবেক ইউপি সদস্য মোখলেসুর রহমান মুক্কু, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন হাওলাদার, যুবলীগ নেতা বোরহান, অনিমেষ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাকিলা ইউনিয়ন প্রবাসী আওয়ামী লীগ ফোরাম করোনাকালীন প্রতিষ্ঠা লাভ করে। বাকিলা ইউনিয়নের বাসিন্দা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা রেমিটেন্সযোদ্ধা যারা আওয়াী লীগ ঘরনার সমর্থক তাদের কষ্টের টাকা সঞ্চয় করে একই ইউনিয়নের দুঃস্থ, অসহায়, অসুস্থদেরকে সহায়তা করে থাকে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়