প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আটক ১
ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের কাজ করার সময় বাধা দিতে গেলে পুলিশের সাথে অসদাচরণের ঘটনা ঘটে। ২৮ জুন শুক্রবার সকালে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নাছির হোসেন (২১) এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত নাছির হোসেন ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
জানা যায়, লড়াইরচর গ্রামে বিরোধপূর্ণ সম্পত্তি দখলে নিতে একটি প্রভাবশালী চক্রের সহায়তায় দেয়াল ও ঘর নির্মাণের কাজ করছে শাহাবুদ্দিন বেপারী ও সাইফুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী।
পরে জায়গার ক্রয়সূত্রে প্রকৃত মালিক দাবিদার পাশর্^বর্তী চরচন্না গ্রামের আলহাজ্ব মিজানুর রহমান চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত কাজ বন্ধ রাখার আদেশ দিয়ে নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞার পর পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। কিন্তু এরপরও আদালতের আদেশ অমান্য করে দেয়াল ও ঘর নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় মামলার বাদী মিজানুর রহমান নিরূপায় হয়ে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করা অবস্থায় প্রতিপক্ষদের দেখতে পেয়ে বাধা দিতে গেলে তারা পুলিশের সাথেও অসদাচরণ করে।
এ বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিষেধাজ্ঞাকৃত সম্পত্তিতে দেয়াল ও বিল্ডিং নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল শাহাবুদ্দিন বেপারী ও সাইফুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী। আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। পরে আমি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে, অন্যরা পালিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, এ ব্যাপারে নাছির নামে এক যুবককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।