সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

স্মার্ট বাংলাদেশ গড়তে দীপু আপার পাশে থেকে কাজ করে যেতে চাই

-------উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন

গোলাম মোস্তফা ॥
স্মার্ট বাংলাদেশ গড়তে দীপু আপার পাশে থেকে কাজ করে যেতে চাই

চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতির বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান নূরুল হায়দার সংগ্রাম, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্নাসহ অফিসারগণ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন বলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ হবে অন্যান্য উপজেলা থেকে মডেল। এই লক্ষ্যে সবার সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে আমাদের প্রিয় আপা, চাঁদপুর-৩ আসনের সংসদ ও সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির পাশে থেকে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, এই উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামের জনগণের চাহিদা অনুযায়ী তালিকা করে প্রকল্প নেওয়া হবে। উপজেলা পরিষদের বরাদ্দ প্রকল্প কাজে সঠিকভাবে ব্যয় করা হবে। তিনি তাঁর পরিষদকে এগিয়ে নিতে সকল দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যানগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুরসহ অন্যান্য এলাকাতে রাসেলস ভাইপার প্রজাতির সাপের উপদ্রব ও মানুষের উদ্বেগ বেড়ে গেছে। রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও আতঙ্ক নয়, সাবধানতা ও সচেতনতা বাড়াতে হবে। তিনি কৃষক ভাইদের জমিতে কাজ করার সময় নিজেদের আত্মরক্ষায় প্রয়োজনে গামবুট ব্যবহারের পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়