প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১-এর ৬ষ্ঠ দিনের কর্মসূচির অংশ হিসেবে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ধনাগোদা নদীর নন্দলালপুর অংশে মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ২৫ লাখ টাকার অবৈধ জাগ, মশারী জাল ও চায়না রিং চাঁই জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
অভিযানকালে ধনাগোদা নদীর নন্দলালপুর অংশে উক্ত অভিযানে ১০ টি অবৈধ জাগ ভেঙে দেয়া হয় (যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা), ৩০০০ মিটার মশারি জাল (যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা) ও ৪০ টি চায়না রিং চাঁই (যার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা) জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ এসব মাছ ধরার উপকরণ জনসমক্ষে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক করা যায়নি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, ফিল্ড সহকারী মোঃ রিয়াজ রহমান ও বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনো অবৈধ জিনিস মাছ ধরার কাজে ব্যবহার করা যাবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।