প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নিবন্ধিত কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসূচির উপকরণ বিতরণ এবং মৎস্য চাষী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে হাইমচর উপজেলা পরিষদের হলরুমে নিবন্ধিত কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসূচির উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার রোহান মঞ্জুর, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার, কৃষি অফিসার দেবব্রত সরকার, জেলে প্রতিনিধি মানিক দেওয়ান, মাছচাষী মোঃ আশ্রাফুল আলম প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নিবন্ধিত কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসূচির উপকরণ বিতরণ এবং মৎস্য চাষী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন।