শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নিবন্ধিত কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসূচির উপকরণ বিতরণ এবং মৎস্য চাষী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে হাইমচর উপজেলা পরিষদের হলরুমে নিবন্ধিত কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসূচির উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার রোহান মঞ্জুর, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার, কৃষি অফিসার দেবব্রত সরকার, জেলে প্রতিনিধি মানিক দেওয়ান, মাছচাষী মোঃ আশ্রাফুল আলম প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নিবন্ধিত কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসূচির উপকরণ বিতরণ এবং মৎস্য চাষী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়