প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চলমান জাতীয় মৎস্য সপ্তাহে দেশীয় প্রজাতির মাছ রক্ষাকল্পে ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমার উপস্থিতিতে রূপসা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে ১টি ভেসাল জাল ধ্বংস করা হয় ও মৎস্য আইনে দায়েরকৃত মামলায় এক হাজার জরিমানা আদায় করা হয়। এ সময় থানা পুলিশের একটি ফোর্স উপস্থিত ছিলো।