শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চরপাথালিয়া নূরুল হুদা উবির সভাপতি হলেন হাবিবা ইসলাম
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া নূরুল হুদা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত। মঙ্গলবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার এক চিঠির মাধ্যমে এডহক কমিটি প্রকাশ করা হয়।

চার সদস্যের এ কমিটিতে সভাপতি হলেন হাবিবা ইসলাম সিফাত, সদস্য প্রধান শিক্ষক জহিরুল ইসলাম (পদাধিকার বলে), শিক্ষক প্রতিনিধি হারাধন চন্দ্র সরকার (জেলা শিক্ষা অফিসারের মনোনীত) ও অভিভাবক সদস্য মিজানুর রহমান (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)।

হাবিবা ইসলাম সিফাত বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ আমাকে সভাপতি নির্বাচিত করেছে। আমি সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বদা চেষ্টা করবো। আমি যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি সেজন্যে সবাই আমার জন্যে দোয়া করবেন।

হাবিবা ইসলাম সিফাত সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক কর্মকা-ের সাথে জড়িত রয়েছেন। তিনি পেশায় একজন আইনজীবী।

হাবিবা ইসলাম সিফাত সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সফিকুল ইসলাম পাটোয়ারীর জ্যেষ্ঠ কন্যা। তিনি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল, কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়