প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০
নারায়ণপুর ডিগ্রি কলেজের ডিগ্রি ও এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া
নারায়ণপুর ডিগ্রি কলেজের ২০২২ সালের ডিগ্রি (পাস) কোর্সের ২য় বর্ষ এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৫ জুন সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মজুমদারের সভাপ্রধানে এবং কলেজের সহকারী লাইব্রেরিয়ান মুহাম্মদ আরিফ বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার আঁখি, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ রাশেদ খান, কামরুজ্জামান মুন্সি কাকন, উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন ও সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের উচ্চ সিঁড়িতে ওঠার জন্যে অনেক গুরুত্বপূর্ণ। তাই একটি টেকসই জাতি গঠনে এইচএসসি স্তরের শিক্ষার্থীদের প্রতি আমাদের আরও যত্নশীল হতে হবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্ত না হয়ে পাঠ্যপুস্তকের প্রতি আকৃষ্ট হওয়ার আহ্বান জানান।
দোয়ার অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর ডিগ্রি কলেজের ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হক।