প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের ঐচ্ছিক তহবিল হতে বরাদ্দকৃত ২০২০-২০২১ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর.) কর্মসূচির আওতায় ১শ’ তালের চারা রোপণ করা হয়েছে। বুধবার কাদলা ইউনিয়নের নয়াকান্দি হাফিজ উদ্দিন মেম্বারের বাড়ি হতে কুয়ারপাড় পর্যন্ত ১১শ’ ফুট রাস্তার উভয় পাশে এ চারা রোপণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ চারা রোপণ কাজে অংশ নেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোমেনা আক্তার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান জানান, এ একশ’ চারা রোপণ করা ছাড়াও শিগগিরই কাদলা গ্রামের একটি রাস্তায় শতাধিক তালের চারা রোপণের প্রস্তুতি চলছে।