সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০

জিলানী চিশতী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

তোমরাই হবে স্মার্ট বাংলাদেশ গড়ার সারথী

--------অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত

অনলাইন ডেস্ক
তোমরাই হবে স্মার্ট বাংলাদেশ গড়ার সারথী

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৪ জুন সোমবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত। তিনি বলেন, আজকের অনুষ্ঠানের সবাইকে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কলেজের প্রথম দিন ও শেষ দিন শিক্ষার্থীদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। দোয়া ও মিলাদের মাধ্যমে শিক্ষার্থীদের দোয়া করা হয় ভালো ফলাফল অর্জনের জন্যে। তোমাদের এ বিদায় একই সাথে কষ্টের ও আনন্দের।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, ফারজানা আক্তার, মোঃ জিয়াউর রহমান, মোঃ হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, মোঃ হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মোঃ মানিক মিয়া, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, অভিভাবক ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ফারিয়া আক্তার এশা ও আকলীমা আক্তার পুষ্প।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মোঃ শাহাদাত হোসেন, মোঃ মাহবুবুর রহমান, প্রভাষক ফরিদা ইয়াছমিন, সহকারী শিক্ষিকা নাসরীন আক্তার, শরীর চর্চা শিক্ষক হালিমা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সফিক কারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রতন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম মিজি, কলেজ অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসানসহ সুধীজন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, অভিভাবক, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও পরীক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীসহ অন্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং সবশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়