শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৫
ফরহাদ চৌধুরী ॥

কচুয়ায় সম্পত্তিগত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের কড়ইয়া গ্রামে।

আহতরা হলেন লিলু রাণী (৪০), বাঁধন সরকার (২৫), রাজিব সরকার (২০), বকুল রাণী (৪০) ও আয়েশা রাণী সরকার। সরেজমিন ও কচুয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের কড়ইয়া গ্রামের সঞ্জন সরকার, দিলীপ সরকার ও পার্শ্ববর্তী মতিলালের ছেলে বিপ্লব টিটুর সাথে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল ।

সেপ্টেম্বর বুধবার সঞ্জন সরকার, দীলিপ সরকারের জায়গায় বিপ্লব টিটু লোকজন নিয়ে জোরপূর্বক বসতঘর তুলতে গেলে তাকে সঞ্জন সরকার বাধা প্রধান করলে ক্ষিপ্ত হয়ে বিপ্লব টিটুসহ তার লোকজন সঞ্জন সরকারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সঞ্জন সরকারের স্ত্রী লিলু রাণী, সন্তান বাঁধন ও রাজিব এগিয়ে আসলে তাদের উপর এলোপাতাড়ি মারধর শুরু হয়। হামলায় সঞ্জন সরকারের স্ত্রীর মাথা ফেটে যায়। এ সময় সঞ্জনের স্ত্রী, সন্তান ও টিটুর স্ত্রী আয়েশা রাণীসহ মোট ৫জন গুরুতর আহত হয়েছেন।

সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও উভয় পক্ষকে শান্ত করে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিয়ে কচুয়া থানায় অভিযোগ দিতে বলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পূর্বেও কচুয়া থানায় তাদের উভয়ের সম্পত্তিগত বিরোধের অভিযোগ ছিলো। সেটা তদন্ত অফিসার সমাধান করে দিয়েছিলো, বুধবারেও সঞ্জন সরকার ও টিটু গং সম্পত্তিগত বিরোধ নিয়ে বাকবিত-ায় জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, তাদেরকে আগে চিকিৎসা নিয়ে কচুয়া থানায় অভিযোগ দিতে বলেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় রিপোর্ট লিখা পযর্ন্ত উভয়পক্ষ কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়