শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বাবুরহাট আশা ব্রাঞ্চে চুরি ॥ অতঃপর ৩ চোর আটক ও চোরাই মাল উদ্ধার
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ আশা ব্রাঞ্চে চুরি, অতঃপর ৩ চোর আটক ও চোরাই মাল উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ চুরির ঘটনায় দাসদী গ্রামের এরশাদ মালের পুত্র সজিব (২০), শিলন্দিয়া গ্রামের জাহাঙ্গীর শেখের পুত্র শাওন (১৯) ও দক্ষিণ দাসদী গ্রামের শুক্কুর শেখের পুত্র শামীম (২০) নামে ৩ চোরকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় আশা অফিস থেকে ৩টি মোবাইল, ১টি ট্যাব ও নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানান শাখা ব্যবস্থাপক দুলাল চন্দ্র দত্ত।

আশা অফিসের এক কর্মকর্তা জানান, ২ সেপ্টেম্বর ভোরে ফজরের নামাজ আদায় করতে উঠে অফিসের দরজা খোলা পাই। এ সময় ওই রুমে প্রবেশ করার সময় চোর আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা চিৎকার-চেঁচামেচি করে পিছু পিছু ছুটলে চোরদের ধরতে পারিনি। অতঃপর অফিসে এসে চোরের ফেলে যাওয়া মোবাইলের বিভিন্ন নম্বরে কল করে এলাকার ক’জনের সহায়তার চোর শনাক্ত ও পুলিশে সোপর্দ করতে সক্ষম হই।

চাঁদপুর মডেল থানার এসআই সুমন চন্দ্র নাথ বলেন, বাবুরহাট আশা অফিসে চুরির ঘটনায় আমরা ৩ জনকে আটক করেছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সজীবের বাড়ি থেকে ৩টি মোবাইল, ১টি ট্যাব ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়