প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজারে মেসার্স খাজাবাবা অটোমেটিক ফ্লাওয়ার মিলস্ উদ্বোধন করা হয়েছে। ১ সেপ্টেম্বর বুধবার বিকেলে এটি উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোঃ আলী মাঝি, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা, মেসার্স খাজাবাবা অটোমেটিক ফ্লাওয়ার মিলস্-এর স্বত্বাধিকারী সৈয়দা কুমকুম ফেরদৌসী পলি এবং পরিচালক মোঃ রাশেদ আহমেদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলের পরিচালক মোঃ রাশেদ আহমেদ চৌধুরী বলেন, আমরাই ১ম বারের মতো আটা, ময়দা ও গমের ভূষি উৎপাদনকারী প্রতিষ্ঠান চালু করলাম। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার পরিকল্পনা নেই। আমাদের এ প্রতিষ্ঠান থেকে পালকি মার্কা আটা, চাকা মার্কা ময়দা, ঈগল মার্কা চিকন ভূষি পাইকারি ও খুচরা বিক্রি করা হবে। প্রতিদিন ৫৫ টন পণ্য উৎপাদন করতে সক্ষম হবে এই প্রতিষ্ঠান। পণ্যের গুণগত মান বজায় রাখতে সিফটিং হিসেবে প্রায় ২শ’ লোক এখানে ২৪ ঘণ্টা কাজ করবে। চাঁদপুর ছাড়াও খাগড়াছড়ি, নীলফামারীসহ দেশের বিভিন্ন জেলায় এবং দেশের বাইরেও এ প্রতিষ্ঠানের পণ্য যাবে।
উন্নতমানের মেশিনের বুতাম চেপে মিলটি উদ্বোধন শেষে মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ অন্যরা মিলটি ঘুরে দেখেন।