প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০
পুরাণবাজার রাধা মুরারি মোহন জিউড় মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গতকাল ২২ জুন শনিবার দেশের বিভিন্ন স্থানের ন্যায় পুরাণবাজার হরিসভা রোডস্থ শ্রীশ্রী রাধা মুরারি মোহন জিউড় মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্নানযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী ভক্ত নর-নারীগণ মন্দির প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তারা তিথি নক্ষত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ের প্রতি লক্ষ্য রেখে ধর্মীয় বিধিবিধান মেনে নিজেদের সুখ, শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দুগ্ধ, ঘৃত, মধু, চন্দন, কর্পুরসহ বিভিন্ন সুগন্ধি মিশ্রিত জলে তাদের আরাধ্য ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেবসহ ভ্রাতা বলরাম ও ভগ্নি শুভদ্রা দেবীকে স্নান করান। এ সময় মন্দির চত্বরে ভক্তদের সুউচ্চ কণ্ঠে হরিনাম কীর্তন আর নৃত্যে মন্দির চত্বরে ধর্মীয় অনুভূতি ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান রিপন সাহা জানান, মন্দির প্রতিষ্ঠালগ্ন থেকেই মন্দির প্রাঙ্গণে ব্যাপক আয়োজনে স্নান যাত্রাসহ শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীশ্রী রাধাষ্টমী, চিড়া দধি মহোৎসব, দামোদর মাসে মাসব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ, গুরু পূজাসহ ধর্মীয় আচার অনুষ্ঠান ও নিত্য সেবা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। মন্দির উন্নয়নে এখনো অনেক কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে। তিনি মন্দির উন্নয়নে সকলের সাহায্য, সহযোগিতা কামনা করেন এবং মন্দির দর্শনে সকলকে বিনম্র আমন্ত্রণ জানান।
এই ছাড়াও এইদিন দেশের বিভিন্ন স্থানের ন্যায় ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রাকে কেন্দ্র করে চাঁদপুর জেলা শহরের পুরাণবাজার হরিসভা রোডস্থ সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দির, পুরাণবাজার ঘোষপাড়া শ্রীশ্রী গোবিন্দ মন্দিরে (ইসকন) ব্যাপক আয়োজনে স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও ভক্তদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। তাদের মাঝে প্রসাদও বিতরণ করাসহ হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয়। ভক্ত সধারণ স্নানযাত্রার সকল স্থানেই নেচে গেয়ে মহানন্দে তাদের ধর্মীয় অনুভূতি প্রকাশ করেন।