বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদগঞ্জের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন শুক্রবার রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রাব্বি এন্টারপ্রাইজের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন, স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাচান গাজী, বিডি ক্লিন চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক রফিকুল ইসলাম রাফি।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির তপদার, নাঈমুল হাচান নাঈম, ইকবাল গাজী, নাঈম চোধুরী, রায়হান ইসলাম রাফি, সাকিব শেখ, মারুফ বিল্লাহ, হাচান মাছুম, হাচান আটিয়া, সাব্বির আটিয়া, জহিরুল ইসলাম ও তাজুল ইসলাম।

সংগঠনের প্রতিষ্ঠাতাণ্ডপরিচালক পারভেজ মোশারফ বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, সে¦চ্ছাসেবী ও সমাজসেবামূলক সামাজিক সংগঠন। দরিদ্র-সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ভাগ্যবদল, রক্তদান এবং একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ২০১৯ সালের ২১জুন সংগঠনটির শুভ সূচনা করা হয়। তিনি বলেন, সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করে সংগঠনটি গত ৫বছরে অনেক বেশি পরিচিত এবং সুনাম অর্জন করেছে। যারা সবসময় আমাদের সকল সামাজিক ও মানবিক কাজে পাশে থেকে যুক্তি-বুদ্ধি-পরামর্শ, আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা সকলের প্রতি আজ প্রতিষ্ঠাতাবার্ষিকীতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করে যেতে সবাইকে আগামী দিনেও সংগঠনটির পাশে থাকার আহ্বান জানান তিনি।

জানা গেছে, সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই পুরো করোনাকালে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা, মাস্ক বিতরণ, লকডাউনে কর্মহীন মানুষদের ত্রাণ বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ক্যাম্পিং করা হয়েছে। এছাড়াও গত ৫ বছরে সংগঠনটি পশ্চিম গুপ্টি ইউনিয়নে শীতবস্ত্র, ইফতার, গরুর গোস্ত, ত্রাণ বিতরণ, রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ, মেডিকেল ক্যাম্প সহ নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে সময়োপযোগী গুরুত্বপূর্ণ সে¦চ্ছাসেবী, সামাজিক ও মানবিক কাজগুলো পরিচালনা করে আসছে। যা ইতিমধ্যেই জেলাব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সংগঠনটি তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়