প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৬:০৭
বিচারপতিকে ডিম ছুড়ে মারলেন আইনজীবীরা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুঁড়েছেন কয়েকজন আইনজীবী। পরে এজলাস ছেড়ে চলে যান বিচারপতি। বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে।
|আরো খবর
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একজন আইনজীবীরা জানান, দুপুরের পর ওই বেঞ্চে বিচারকাজ চলছিলো। এসময় একদল আইনজীবী এজলাসকক্ষে প্রবেশ করেন। তারা ডায়াসের সামনে গিয়ে বিচারপতি আশরাফুল কামালকে উদ্দেশ করে বলেন, আপনি একজন বিচারপতি হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। আপনি এখনও যদি ওই চিন্তাভাবনা পোষণ করেন- তাহলে আপনার বিচারকাজ পরিচালনার অধিকার নাই।
এর এক পর্যায়ে আইনজীবীদের মধ্যে কেউ একজন বিচারপতি আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। তবে ছুড়ে মারা ডিম বিচারপতির আসনের সামনে থাকা ডেস্কে লাগে। এছাড়া কিছু আইনজীবী হইচই করতে থাকেন। এ অবস্থায় বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস ছেড়ে নেমে খাস কামরায় চলে যান।
জানা যায়, কয়েকদিন আগে এই আদালতের দেয়া রায়ে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও বিচারপতি মো. আশরাফুল কামাল জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে ‘বিরূপ’ মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল কয়েকদিন ধরে।
তথ্যসূত্র: একাত্তর