শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:১৭

সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ রাখলেন মেয়েরা

মো: জাকির হোসেন
সম্পত্তি লিখে নিতে বাবাকে ৮ দিন তালাবদ্ধ রাখলেন মেয়েরা
ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে ৮ দিন ধরে বাবাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে মেয়েদের বিরুদ্ধে। বিষয়টি নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নজরুল ইসলাম জানতে পেরে তাকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিয়ে করি। আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনওকে জানায়। পরে তিনি এসে আমাকে উদ্ধার করেন।

এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাখি আক্তার বলেন, ‘তিনি আমাদের জন্মদাতা পিতা হয়েও সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই ওনাকে আটকে রাখা হয়েছে। এখন সবকিছু দিতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিতভাবে আটকে রাখার কথা জানালে ওনাকে উদ্ধার করা হয়। ওই মুক্তিযুদ্ধোকে বলা হয়েছে মেয়েরা যাতে বঞ্চিত না হয়।’

তথ্যসূত্র :দৈনিক দিগন্ত

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়