প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০০:০০
মতলবে ভয়েজ ফর জাস্টিজ এন্ড ডেভেলপমেন্টের সদস্যদের মাঝে টি-শার্ট ও ক্যাপ বিতরণ
রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে সেবামূলক সংগঠন ভয়েজ ফর জাস্টিজ এন্ড ডেভেলপমেন্টের সদস্যদের মাঝে ১৫ জুন শনিবার স্থানীয় সংগঠনের কার্যালয়ে টি-শার্ট (গেঞ্জি) ও ক্যাপ বিতরণ করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমনের অর্থায়নে এসব বিতরণ করা হয়েছে। এ সময় উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর হোসেন খান, সাইফুল ইসলাম মোহন, সংগঠনের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।