শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০০:০০

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে ব্যতিক্রমী আয়োজন

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে ব্যতিক্রমী আয়োজন

ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে ফরিদগঞ্জ ভূমি অফিস ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক এবং উপস্থিত কুইজের আয়োজন করে সবাইকে চমকে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

১২ মে বুধবার বিকেলে ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক এবং উপস্থিত কুইজের আয়োজন করা হয়। ভূমি বিষয়ে প্রজন্মকে সচেতন করতে সেবা নিয়ে দ্বারে দ্বারে চলে যাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন। বিতর্কের বিষয় ছিলো ‘ভূমি ব্যবহারে ডিজিটালাইজেশনের গুরুত্ব’। প্রায় চার শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে নবম শ্রেণির শাপলা শাখা ছিলো পক্ষ দল এবং একই শ্রেণির পলাশ দল ছিলো বিপক্ষ দল। বিতর্কে যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সৃষ্টি রানি সাহা এবং মুনতাহা। বিজয়ী হয় বিপক্ষ দল পলাশ।

বিতর্ক অনুষ্ঠানের পরপরই শুরু হয় উপস্থিত কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৬ জন যৌথভাবে সর্বোচ্চ নম্বর পায়। পরে লটারির মাধ্যমে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম জাহিদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়