শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০

মতলব উত্তরে ১শ’ ৮০ পিস ইয়াবাসহ আটক ১

মতলব উত্তর ব্যুরো ॥
মতলব উত্তরে ১শ’ ৮০ পিস ইয়াবাসহ আটক ১

মতলব উত্তরে ১৮০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে মতলব উত্তর থানা পুলিশ। সে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর নাউরি গ্রামের মৃত মারফত আলী প্রধানের ছেলে রোবেল প্রধান (৩১)।

সোমবার ২ জুন ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার ফতেহপুর পশ্চিম ইউনিয়নের নাউরী ক্যানেল রোডে আঃ কাইয়ুমের মুরগীর ফার্মের উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর হতে এসআই মোঃ মিজানুর রহমান-১, এএসআই মোঃ আতিকুর রহমান মিয়াজী, এএসআই মোঃ সোহাইব হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রাসেল প্রধানকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১৮০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে পাশর্^বর্তী কুমিল্লা জেলা থেকে স্বল্প মূল্যে ইয়াবা ক্রয় করে মতলব উত্তর থানা এলাকায় বেশি দামে বিক্রি করে। তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, মতলব উত্তরকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়