বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০০:০০

মতলব উত্তরে ধর্ষণ মামলার আসামী আটক

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে ধর্ষণ মামলার আসামী আটক

মতলব উত্তরে ধর্ষণ মামলার এক আসামীকে আটক করেছে থানা পুলিশ। ৩ জুন সোমবার সকালে উপজেলার রায়েরকান্দি এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী ফয়সালকে আটক করা হয়েছে। সে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের ফজলুল করিম সরকারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার হাজী ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন ফয়সাল সরকার। সে সুবাদে ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী ভিকটিম তার কাছে প্রাইভেট পড়তে আসতো। গত ৮ মার্চ প্রাইভেট পড়তে গেলে পানির সাথে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করে। বিষরটি জানাজানি হলে খণ্ডকালীন শিক্ষক ফয়সালকে বিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

এদিকে স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে কালক্ষেপণ করে ফয়সাল। ৩জুন সোমবার ফয়সালকে মীমাংসার কথা বললে সে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে। পরে উপজেলার ছোট কিনারচক গ্রামের মালয়েশিয়া প্রবাসী আক্কাস আলীর স্ত্রী ভিকটিমদের মা সুমন আক্তার বাদী হয়ে ধর্ষক ফয়সালের বিরুদ্ধে মতলব উত্তর থানায় ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় একটি মামলা হয়। সে মামলার সূত্রে ধরে মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান-১ সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী ফয়সাল (৩৪)কে আটক করেছে। আটককৃত ফয়সালকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি বলেন, মামলা হওয়ার সাথে সাথে পুলিশ ফয়সালকে আটক করতে সক্ষম হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ সর্বদা সক্রিয় আছে।

উল্লেখ্য, ভিকটিম এবার ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পাস করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়