বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

হাছান খান মিসু ॥
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪-এর আওতায় সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার ও বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২ জুন রোববার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর সাঁতার পরিষদের সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাঁতারু বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির সদস্য মাহাবুবুর রহমান জুয়েল।

এর আগে বালিকাদের মধ্যে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ফাইনাল পর্বে অংশগ্রহণ করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বালিকা দল ও মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা দল। খেলায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বালিকা দল মৈশাদী উচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে ৭-১ গোলে পরাজিত করে। এছাড়া মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাঁতারুদের মাঝে সনদ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়