শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আজিজুর রহমান

বিএনপি ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

বিএনপি ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জের উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং কেক কাটা হয়। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির ব্যানারে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ভাণ্ডারী মহলের তৃতীয় তলায় দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান আজিজের সভাপ্রধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জাকির পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক শাহআলম মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল কোম্পানী, যুগ্ম সম্পাদক এএমএম টুটুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, উপজেলা যুবদলের জসিম উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, বিএনপি নেতা আঃ কাদের, শরীফ, আঃ জলিল, অহিদ, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, হোসেন পাটওয়ারী প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষকে গণতন্ত্রের পূর্ণ স্বাদ দিতেই বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেছেন। তাঁর হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ ১৬ কোটি মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক হয়েছে। গত ২০০৯ থেকে শুরু করে বর্তমান জালিম সরকার বিএনপিকে নিঃশেষ করার জন্যে নানা চেষ্টা করে যাচ্ছে। এর সর্বশেষ উদহারণ আমাদের প্রাণপ্রিয় নেতার কবর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি। কিন্তু এদেশের কোটি কোটি মানুষের দল বিএনপি বুঝে কেনো আপনারা এগুলো করছেন। নিজেদের পায়ের তলার মাটি না থাকায় এখন আমাদের ঘাড়ে চেপে ধরার চেষ্টা করছেন। আজ বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা আবারো এদেশকে জালিমের হাত থেকে মুক্ত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়