প্রকাশ : ০২ জুন ২০২৪, ০০:০০
প্রয়াত দিপু চৌধুরীর স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
ব্রাহ্মণচক সুপার কিংস চ্যাম্পিয়ন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরণে ফতেপুর পশ্চিম ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ও মতলব ইয়াং ক্লাবের উদ্যোগে আয়োজিত ডে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা রাঢ়ীকান্দি দারুস সুন্নত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক উপ-কমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি। তিনি বলেন, যুবকদের মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বেশি বেশি এ ধরনের খেলাধুলার আয়োজন করা উচিত। যারা এ আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই। প্রতি বছর এ ধরনের আয়োজন করবেন, আমি আপনাদের পাশে বিগত দিনের মতো থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি নিজেও একজন ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়া সংগঠক। তাই আমি খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনারা আমার বাবা, আপনাদের প্রিয় নেতা প্রয়াত দিপু চৌধুরীর জন্যে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। মতলব উত্তর-দক্ষিণের উন্নয়নের রূপকার, চাঁদপুর-২ আসেনর সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জন্যে দোয়া করবেন। তিনি যেন মতলবের অসমাপ্ত কাজগুলো শেষ করে স্মার্ট বাংলাদেশ গড়তে পারেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য মাসুদ সরকার ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল।
পরে ফাইনাল খেলায় মমরুজকান্দি একাদশ টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেয়। ব্রাহ্মণচক সুপার কিংস নির্ধারিত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪০ রান করে। জবাবে মমরুজকান্দি একাদশ ১৬ ওভারে ৬ উইকেটে ২১৫ রান করে। ব্রাহ্মণচক সুপার কিংস ২৫ রানে বিজয় লাভ করে।