শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শাহরাস্তি গেটে যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ
মঈনুল ইসলাম কাজল ॥

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা নামে পরিচিত শাহরাস্তি গেট এলাকায় প্রতিদিন যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এই এলাকায় এখন যানজট নিত্যসঙ্গী। প্রতিদিন মেহের হতে কালিয়াপাড়া পর্যন্ত যানজট লেগে থাকার কারণে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। যানজটের প্রধান কারণ হচ্ছে যাত্রীবাহী বাসগুলো প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী উঠানো, নিয়মনীতি না মেনে সিএনজি অটোরিকশা চলাচল এবং সড়কের দু পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠা।

যানজট নিরসনে ও যাত্রীদের দুর্ভোগ কমাতে শাহরাস্তি গেট এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ৩১ আগস্ট বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান শাহরাস্তি গেট এলাকা পরিদর্শন করেন। এ সময় নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সড়কের দু পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা শনিবারের মধ্যে সরিয়ে দিতে নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ধারণা করা হচ্ছে, শাহরাস্তি গেইট এলাকার অবৈধ স্থাপনা সরিয়ে নিলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়