প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০
আপনাদের ভোটে আপানাদের চেয়ারম্যান হিসেবে কাজ করতে চাই
------------খাজে আহমেদ মজুমদার
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদার বলেছেন, আগামী ৫ জুুন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থনের পাশাপাশি চিংড়ি প্রতীকে ভোট প্রার্থনা করছি। আপনাদের ভোটে আপনাদের চেয়ারম্যান হিসেবে কাজ করতে চাই। এজন্য আপনারা সকলে একদিন কষ্ট করে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আমার প্রতীক চিংড়ি মার্কায় ভোট প্রদান করুন। এই একদিনের কষ্টের বিনিময়ে আমি নির্বাচিত হলে ৫ বছর আপনাদের সেবা করবো। একই সাথে আমৃত্যু আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দেবো। ফরিদগঞ্জ উপজেলার উন্নয়নকে তরান্বিত করতে আপনারা আমার সঙ্গী হবেন বলে বিশ্বাস করি।
৩১ মে শুক্রবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার চরবসন্ত, কেরোয়া, মিরপুর, ভাটিরগাঁও, পূর্ব বড়ালি, পশ্চিম বড়ালি, চরহোগলা, কাছিয়াড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় তার সাথে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল মিজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পালোয়ান প্রমুখ।