প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০
হরিসভা মন্দিরে লোকনাথ বাবার তিরোধান উৎসবের সাত দিনব্যাপী অনুষ্ঠান শুরু আজ
হিন্দু সম্প্রদায়ের পরম পুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৪তম তিরোধান উৎসব উপলক্ষে চাঁদপুরে সাত দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আজ থেকে শুরু হচ্ছে। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ৩২ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞনুষ্ঠানসহ এ অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁদপুর পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সের শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির ও আশ্রম কমিটি।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে : ২৭-২৮ ও ২৯ মে সোম, মঙ্গল ও বুধবার প্রতিদিন সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ। ২৯ মে বুধবার রাত সাড়ে আটটায় নর-নারী সমবেত হয়ে নগর কীর্তন, গঁঙ্গা আহ্বান, মাঙ্গলিক ঘট স্থাপন ও হরিনাম মহাযজ্ঞের শুভ অধিবাস।
১ ও ২ জুন বৃহস্পতি, শুক্র, শনি ও রোববার ৩২ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতিদিনই প্রসাদ বিতরণ হবে। সাত দিনব্যাপী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল ভক্তকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন হরিসভা লোকনাথ বাবার মন্দির ও আশ্রম কমিটির সভাপতি প্রমোদ কুমার দাস ও সাধারণ সম্পাদক দীপক রায়।