প্রকাশ : ১৯ মে ২০২৪, ০০:০০
প্রফেসরপাড়া আল মোস্তফা (সাঃ) কমপ্লেক্সের সাধারণ সভা
প্রফেসর পাড়া আল-মোস্তফা (সাঃ) কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির ২০২৪ সালের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমপ্লেক্সের সভাপতি সহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ নান্নু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কমপ্লেক্সের সহ-সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, সিরাজুল ইসলাম মিয়াজী, আবুল বাশার বকাউল ও বজলুর রহমান মিয়াজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন তালুকদার, নূরুল ইসলাম নুরু, আবুল হোসেন বকাউল (খোকন), এনামুল হক জনি, শফিকুর রহমান মিয়াজি প্রমুখ। সভায় আগামী দিনে কমপ্লেক্সের আওতাধীন মাদ্রাসার দুটি শাখার কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মাদ্রাসার বাউন্ডারি দেয়াল, গেট নির্মাণসহ কমপ্লেক্সের উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। সবশেষে সকলের সম্মতিক্রমে সভাপতির বক্তব্যের মাধ্যমে সাধারণ সভা সমাপ্ত ঘোষণা করা হয়।