প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
৩০ আগস্ট সোমবার বিকেলে জহিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একেএম দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর টিম সদর উপজেলাধীন ধনপর্দ্দি গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে জহিরুল ইসলাম (৪৩)কে মাদকসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেন। আসামীর নামে ইতিপূর্বে আরো ৫টি মাদক মামলা রয়েছে।