প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০
বলাকা মাইকের মালিক হারুনুর রশিদ মৃধার ইন্তেকাল
চাঁদপুর শহরের অতি পরিচিত পুরানো মাইক ও ব্যাটারি ব্যবসায়ী পুরাণবাজার বলাকা মাইক ও ব্যাটারি সার্ভিসের স্বত্বাধিকারী মোঃ হারুনুর রশিদ মৃধা আর বেঁচে নেই। ১৪ মে মঙ্গলবার রাত ৮টার সময় পুরাণবাজার ব্রিজ সংলগ্ন মমিনবাগের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থতাজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনি সহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
১৫ মে বুধবার বাদ যোহর পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং মধ্য শ্রীরামদী মোহাম্মদিয়া মাদ্রাসা মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ তথ্য নিশ্চিত করে মরহুম হারুনুর রশিদ মৃধার একমাত্র ছেলে হযরত আলী তার আব্বার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, চাঁদপুরের বলাকা মাইক ও ব্যাটারির চাঁদপুর শহর এলাকাসহ চাঁদপুরের দক্ষিণ ও মেঘনা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বেশ সুনাম রয়েছে। পুরাণবাজার ফলপট্টিতে বলাকা মাইক ও ব্যাটারির দোকানটি অবস্থিত। প্রতিষ্ঠানটি তার ছেলে এখন সেখানেই পরিচালনা করছেন।