প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০
শাহরাস্তির চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সভা
শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার। সিনিয়র শিক্ষক মোঃ সফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখার অধ্যক্ষ তাপস কুমার দত্ত, একাডেমিক এডভাইজার সাবেক সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ হুমায়ুন কবির, নাজমীর হোসেন, রাশেদ আহমেদ, ওমর ফারুক, সাবেক সদস্য আনোয়ার হোসেন, হারুনুর রশীদ ষষ্ঠী, জসিম উদ্দিনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।