শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

‘স্মার্ট বাংলাদেশ গঠনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্মার্ট সিটিজেন গঠন করছে’

স্টাফ রিপোর্টার ॥
‘স্মার্ট বাংলাদেশ গঠনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্মার্ট সিটিজেন গঠন করছে’

১০ মে শুক্রবার হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএবিএসএস প্রোগ্রামের ২৪ ব্যাচের ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন ও নবীন বরণ এবং বাউবির প্রমোশনাল কার্যক্রম সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহিম খলিল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও নাগরিকদের চাহিদামত সনদবিহীন নাগরিকদের জন্যে এসএসসি প্রোগ্রামে ভর্তির সুবিধাসহ সর্বোচ্চ পিএইচডি পর্যন্ত ৬৬টি প্রোগ্রাম চালু করেছে। চাঁদপুর জেলায় এ বছর থেকে চাঁদপুর সরকারি কলেজে এমএএমএসএস প্রোগ্রাম চালু করেছে। যে সকল নাগরিক বিভিন্ন কারণে ৮ম শ্রেণি পাস করতে পারেনি, তারা ১০০ নম্বরের একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে তার জীবন চলার নতুন অধ্যায় শুরু করতে পারেন। প্রযোজ্য ক্ষেত্রে যে কোনো নাগরিক এসএসসি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারেন। এভাবে নিয়মিত শিক্ষা অর্জন থেকে ঝরে পড়া নাগরিকদেরকে স্মার্ট সিটিজেন তৈরি করে স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশাররফ হোসেন বলেন, সার্টিফিকেট অর্জন মূল উদ্দেশ্য না হয়ে জ্ঞান অর্জন করে স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদের গঠন করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএ, বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারী পরিসংখ্যান বিভাগের প্রভাষক ফারুক আহম্মেদ, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মুক্তার হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ইউনুস। আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীগণ সঙ্গীত পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়