প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০
শাহতলী জিলানী চিশতী কলেজের পরীক্ষার্থীদের সাথে মতবিনিময়
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাথে মতবিনিময় ও অতিরিক্ত ক্লাস পরিদর্শন করা হয়েছে। ১২ মে রোববার বেলা ১২টায় অতিরিক্ত ক্লাস পরিদর্শন করেন এবং মতবিনিময় করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পরিদর্শনকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ারের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
তিনি তার বক্তব্যে বলেন, যারা ইতিমধ্যে ফরম পূরণ করেছো তোমাদের নিয়মিত ক্লাস করতে হবে। নিয়মিত ক্লাস করলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। এ কলেজ গত বছর অতিরিক্ত ক্লাস করায় ভালো ফলাফল অর্জন করেছে। এর ধারাবাহিকতা তোমাদের ধরে রাখতে হবে। ফলাফল হচ্ছে কলেজের প্রাণ। প্রতিটি বিষয়ে নিয়মিত তোমরা ক্লাস করবে। এ কলেজের শিক্ষকরা খুবই আন্তরিক। তোমাদের রেজাল্ট যেভাবে ভালো হবে আমরা সেভাবেই পাঠদানের ব্যবস্থাগ্রহণ করবো। শিক্ষকরা কষ্ট করে ক্লাস করাবে, তাই তোমাদের ক্লাসে উপস্থিত থাকতেই হবে। এতে করে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আমি আশা করি জিলানী চিশতী কলেজ গত বছরের ন্যায় এ বছরও ভালো ফলাফল অর্জন করবে। তিনি বলেন, এই প্রচীনতম কলেজে সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সহযোগিতায় বহু প্রত্যাশিত একটি ৪তলা নতুন একাডেমিক ভবন হয়েছে। যার সুফল তোমরা পাচ্ছ। আগামী প্রজন্মের পর প্রজন্ম সেই সুফল পাবে । এ জন্য আমরা সমাজকল্যাণমন্ত্রীর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।
মতবিনিময় ও অতিরিক্ত ক্লাস পরিদর্শন শেষে কলেজের সভাকক্ষে সকল শিক্ষককে নিয়ে আসন্ন ২০২৪ সালের এইচএসসি এবং শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী। উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জিয়াউর রহমান, হানিফ মিয়া, জহিরুল ইসলাম খান মুরাদ, হাবিবুর রহমান, প্রভাষক মোঃ মানিক মিয়া, শাহাদাৎ হোসেন, মনোয়ারা খাতুন, ফরিদা ইয়াছমিন, সহকারী শিক্ষক নাছরীন আক্তার ও হালিমা আক্তারসহ অন্যরা।