প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত পুরাণবাজারের সুস্মিতা বণিক ব্যাংকার হতে চায়
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সুস্মিতা বণিক। সে চাঁদপুর শহরের অন্যতম বিদ্যাপীঠ পুরাণবাজার এমএইচ (মধুসূদন) উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছে। সুস্মিতা বণিক পুরাণবাজার কার্তিক সাহার বিকে স্টোর প্রতিষ্ঠানের কর্মচারী বাদল বণিক ও গৃহিণী মুক্তা বণিকের মেয়ে।
তার এই কৃতিত্বপূর্ণ ভালো ফলাফল করার পেছনে বাবা-মা ও স্কুলের শিক্ষাগুরুদের অবদান রয়েছে।
ভবিষ্যতে লেখাপড়া করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্যে সবার কাছে আশীর্বাদ চেয়েছে সুস্মিতা। সে একজন ব্যাংকার হতে চায়।