শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

কল্যাণপুর ইউনিয়ন ও পৌর এলাকায় দোয়াত কলম মার্কার গণসংযোগ

ব্যানার-পোস্টার ছেঁড়া হুমকি-ধমকি দেয়া দুর্বৃত্তদের কাজ ॥ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে

---------চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
ব্যানার-পোস্টার ছেঁড়া হুমকি-ধমকি দেয়া দুর্বৃত্তদের কাজ ॥ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী দোয়াত কলম মার্কার ব্যাপক গণসংযোগ করেছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভার ১২নং ওয়ার্ডের নাজির পাড়া, মুন্সি বাড়ি রোড, বাসস্ট্যান্ড, চেয়ারম্যানঘাট, দর্জিঘাট, মিশন রোড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। অন্যদিকে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি কল্যাণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ভোট চান ও দোয়াত কলম মার্কা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে আইয়ুব আলী বেপারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার নির্বাচনী মার্কা হচ্ছে দোয়াত কলম। আমি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন গ্রাম হবে শহর বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত ক’দিন যাবত শহরের কিছু কিছু এলাকায় বিশেষ করে পৌর ১৫নং ওয়ার্ড, প্রফেসরপাড়া এবং তরপুরচণ্ডী ইউনিয়নে আমার সকল ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ইঙ্গিত করে তিনি বলেন, ব্যানার-পোস্টার ছেঁড়া, হুমকি-ধমকি দেয়া দুর্বৃত্তদের কাজ। এসব দুর্বৃত্তায়ন পরিত্যাগ করে জনগণের কাছে যান, ভোট চান। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করবেন না। দুর্বৃত্তদের জনগণ প্রত্যাখ্যান করবে।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। গত ৫ বছর আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। কোথাও আপনাদের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কাজ করিনি। তবে ভাইস চেয়ারম্যান পদে থেকে তেমন কোনো উন্নয়ন কাজ করার সুযোগ থাকে না। তাই এ বছর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি সবসময় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আপার পাশে থেকে কাজ করেছি। আগামী ২১ মে আপনারা আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দেবো।

এ সময় জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, পৌর আওয়ামী লীগ নেতা মাহমুদ আহমেদ মিঠু, বিপ্লব চক্রবর্তী, মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গনি, জিয়াউল আমিন দিপু, পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রলীগ নেতা এমএ বাসার, যুবলীগ নেতা মোঃ মামুন দেওয়ান, রোকন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অনিক সরকারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়