প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০
মতলব দক্ষিণে দাখিল পরীক্ষায় শতভাগ পাস ঘিলাতলী ফাজিল মাদ্রাসা
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী ফাজিল মাদ্রাসা বরাবরের মতো চলতি বছরের দাখিল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। দাখিল পরীক্ষায় ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৬ জন, এ গ্রেড পেয়েছে ২৫ জন। বাকিরা এ মাইনাস এবং বি গ্রেড পেয়েছে।
প্রাপ্ত ফলাফলে মাদরাসার অধ্যক্ষ এম এ বাশার মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন। তিনি এ ফলাফলের জন্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ভবিষ্যতে ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার জন্যে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।