শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

মোটরসাইকেল কিনে না দেয়ায়

অভিমান করে তরুণের আত্মহত্যা

ফরিদগঞ্জ ব্যুরো ॥
অভিমান করে তরুণের আত্মহত্যা

ফরিদগঞ্জে মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে রাহাতুল ইসলাম (২০) আত্মহত্যা করেছে। চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামে শনিবার (১১ মে) রাতে এ ঘটনা ঘটে। পরদিন রোববার (১২ মে) সকালে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, রাহাতুল ইসলাম ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার বাবা একজন দরিদ্র মানুষ। তিনি ব্যাটারিচালিত অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে ৪ সদস্যের পরিবার পরিচালনা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ সুমন বলেন, রাহাতুল ইসলাম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। কোরআনে হাফেজ হওয়ার পর দাখিল মাদ্রাসায় পড়াশোনা শুরু করে সে। শিক্ষাজীবনে অনেক মেধাবী ছাত্র হলেও গত ক’মাস যাবত সে বখাটেদের সাথে মেলামেশা শুরু করে। এক পর্যায়ে মাদকের সাথে জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন রাহাতুল ইসলামকে অনেক বাধা-নিষেধ করেও মাদকের কাছ থেকে ফেরাতে পারেননি। গত ক’দিন যাবত বায়না ধরে তাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্যে। যা তার দরিদ্র বাবার পক্ষে দেয়া সম্ভব নয়। যে কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ শামসুজ্জামান বলেন, রাহাতুল ইসলামের মরহেদ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়