শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০

মে দিবসে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার র‌্যালি ও সভা

বাদল মজুমদার ॥
মে দিবসে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার র‌্যালি ও সভা

মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে চাঁদপুর কোর্ট স্টেশনে র‌্যালি পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের নতুনবাজারস্থ বিদ্যুৎ অফিসে গিয়ে শেষ হয়।

জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, দলিলুর রহমান ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক মোঃ শাহআলম তালুকদার, সদস্য ঈমান হোসেন, আওয়ামী লীগ নেতা গৌতম সাহা, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেনু বেগম, সাধারণ সম্পাদক বিউটি, সাংগঠনিক অনিতা রাণী দে, সদস্য ইতি দে, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম হাওলাদার, রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল পাটওয়ারী, বিদ্যুৎ শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল বাশার, বিআইডব্লিউটিএ সিবিএ আহ্বায়ক আক্কাছ হোসেন, সদস্য সচিব আলাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, মটরযান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিয়া, গণপূর্ত শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, রিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, কচুয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, হাইমচর উপজেলা শ্রমিক লীগের সভাপতি জুলহাস সরকার, সাধারণ সম্পাদ শাহীন মাঝি, সাংগঠনিক সম্পাদক রিপন জমাদারসহ বিভিন্ন ইউনিটের নেতবৃন্দ।

বক্তারা বলেন, মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এইদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হলো শ্রমজীবী মেহনতী মানুষের নিরলস পরিশ্রম। হাজার বছর ধরে শ্রমজীবী মানুষের রক্ত-ঘামে যে মানব সভ্যতার উৎকর্ষ সাধিত হয়েছে, তা থেকে সেই শ্রমজীবী জনগোষ্ঠীই থেকেছে উপেক্ষিত। মে দিবস সেই অধিকার বঞ্চিত শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করিয়ে দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়