বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘নীল অর্থনীতি, চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘নীল অর্থনীতি, চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক সেমিনার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের উদ্যোগে ২৪ এপ্রিল ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ‘নীল অর্থনীতি : চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার এবং সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. অভিজিৎ মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত ও প্রফেসর ড. শম্পা মিত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরবকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণায়ের যুগ্ম সচিব ড. এস. এম. জোবায়দুল কবির এবং ড. কে এম আজম চৌধুরী, চেয়ারম্যান, সমুদ্রবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রফেসর ড. অভিজিৎ মিত্র তাঁর মূল বক্তৃতায় সামুদ্রিক অর্থনৈতিক উন্নয়ন, ইকো-সিস্টেমকে বিঘ্নিত না করে সম্পদের ব্যবহার এবং বনের খরচে নগরায়নের প্রভাবের উপর জোর দেওয়ার আহ্বান জানান। প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত নীল অর্থনীতি এবং এর সামাজিক সুবিধার উপর উদ্যোক্তাবৃত্তির ব্যাখ্যা তুলে ধরেন। সেমিনারে প্রফেসর ডঃ শম্পা মিত্র অর্থনৈতিক সুবিধা সহ ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে নীল অর্থনীতির গুরুত্ব বিশদভাবে বর্ণনা করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এস. এম. জোবায়দুল কবির বাংলাদেশ ও ভারত উভয় দেশের ক্ষেত্রেই নীল অর্থনীতির নীতি ও বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে তার অন্তর্দৃষ্টি প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডঃ কে এম আজম চৌধুরী কক্সবাজারে টেকসই নীল অর্থনীতি সম্পর্কে ধারণা দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার ব্লু ইকোনমি নিয়ে অংশগ্রহণকারীদের আলোচনার প্রধান বিষয়গুলো চিহ্নিত করেন এবং কয়েকটি সুপারিশ প্রদান করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়