প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
পোল্যান্ডে ঐতিহাসিক প্যালেস অব কালচারে ঈদের সবচেয়ে বড় উৎসব
১৩ এপ্রিল দুপুর ২টায় পোল্যান্ডের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র মর্যাদাপূর্ণ ঐতিহাসিক প্যালেস অব কালচার সাইন্সের সবচেয়ে বড় মিলনায়তনে এই প্রথম পোল্যান্ড প্রবাসী সকল শ্রেণী-পেশার বাংলাদেশীদের উপস্থিতিতে ঈদের সবচেয়ে বড় জমকালো ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হলো।
মোঃ মাসুদুর রহমান তুহিনের উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রথম পোল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা প্রথম পোল্যান্ডে ৩০ জন থেকে কীভাবে বিশ হাজারেরও অধিক প্রবাসী বাংলাদেশীর কমিউনিটিতে রূপান্তরিত হলো তা নিয়ে বিশদ আলোচনা করেন। যখন দূতাবাস ছিলো না তখন থেকেই প্রবাসী কমিউনিটির নিজ উদ্যোগে বছরের পর বছর বিভিন্ন জাতীয় দিবস ও ঈদের অনুষ্ঠানগুলো পালন করে আসছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। স্পোর্টস ও সামাজিক সংগঠন, ছাত্র শিক্ষক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিপুল উপস্থিতিতে বক্তব্য রাখেন কমিউনিটির সিনিয়র ব্যক্তি বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসাল ইঞ্জিঃ ওমর ফারুক, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুসাব্বির মুসা, কমিউনিটির সুপরিচিত ব্যক্তি ডাঃ খলিলুল কাইয়ুম, কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব কাজী সাইফুদ্দিন, সম্রাট, শওকত হোসেন, মনসুর হোসেন ও শাহীন মণ্ডল।
সারা পোল্যান্ডের বড় বড় শহর পোজনান, ব্রাসোয়াব, কাতোবিস, গিদানস্ক, লুবলিনসহ প্রায় সব শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরো বক্তব্য রাখেন রাজনীতিক ও ব্যবসায়ী শেখ এরশাদুর রহমান, ব্যবসায়ী স্বপন, ব্যবসায়ী নেতা সিদ্দিকুর রহমান, তরুণ ব্যবসায়ী নেতা শরীফ আহমেদ, রাজনীতিক দেলোয়ার অপু, মোঃ হাসান, ইকবাল হাসান, হামিদুল ইসলাম চৌধুরী ও সাইফুল ইসলাম মিনাল।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মিলন, মোঃ হিমন, মোঃ মহিউদ্দিন, কাউসার আহমেদ, মুক্তার, জিয়াউল হক, মোঃ সোহেল, জাহিদ মুরাদ, ডাঃ আরিফ হোসেন, রানা হক, মতিউর মতি, মোঃ আনিস, সাফায়েত, আবিদ পারভেজ, মাসুদ করিম, পারভেজ, ওমর ফারুক, সুস্ময় প্রমুখ।
সবচেয়ে বড় এই অনুষ্ঠানে অসংখ্য বাংলাদেশী ও পোলিশ পরিবারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে অতিথিদের বাংলাদেশী বিভিন্ন রকম সুস্বাদু খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশী প্রবাসী শিল্পী লিপি মজুমদার, বিজয়, শাওন, আদ্রিজা ও তার দল, পোলিশ শিল্পী আমান্দা কাজী, কালিনা ও এভা।