প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনাকালীন বিধিনিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ১০ মামলায় ১০ জনকে ২৩০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ২৬ জুন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্টটি শহরের বাসস্ট্যান্ড, কালীবাড়ি, হকার্স মার্কেট, হাকিম প্লাজা এবং বড়স্টেশন মোলহেড এলাকায় পরিচালিত হয়েছে। এ সময় জরিমানার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় সকাল-বিকেল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এছাড়া উপজেলাগুলোতে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনাররা (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।