বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০

স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ১০ জনকে ২৩০০ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে করোনাকালীন বিধিনিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ১০ মামলায় ১০ জনকে ২৩০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ২৬ জুন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্টটি শহরের বাসস্ট্যান্ড, কালীবাড়ি, হকার্স মার্কেট, হাকিম প্লাজা এবং বড়স্টেশন মোলহেড এলাকায় পরিচালিত হয়েছে। এ সময় জরিমানার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় সকাল-বিকেল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এছাড়া উপজেলাগুলোতে স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনাররা (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়