প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০
করোনা সচেতনতায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা পুলিশ। ‘মাস্ক পড়ার অভ্যেস কোভিড মুক্ত বাংলাদেশ’ আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রদত্ত এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদের বিপিএম (বার)-এর সার্বিক নির্দেশনায় ২৬ জুন শনিবার চাঁদপুর জেলার ৮টি থানার সর্বমোট ১১৪টি বিটে করোনা ভাইরাস প্রতিরোধের উদ্দেশ্যে জনসচেতনতামূলক সভা এবং ‘বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ পালন ও মাস্ক বিতরণ করা হয়।
বিট অফিসার (এসআই) গণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, করোনা সচেতনতায় এবং করোনা প্রতিরোধে সবসময় পুলিশ মাঠে থেকে কাজ করে আসছে। জনবান্ধব পুলিশিং গড়ে তোলার অভিপ্রায়ে এবং পুলিশের সাথে জনগণের মেলাবন্ধন শতভাগ নিশ্চিত করে সেবার মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে বিট পুলিশিং। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, আসুন নিজে সুস্থ থাকি এবং চাঁদপুরকে সুস্থ রাখি।