বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০

শাহরাস্তিতে মডেল মসজিদের জমি চূড়ান্ত করতে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

জমি অধিগ্রহণের সমস্যার করণে আটকে রয়েছে শাহরাস্তি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ। একের পর এক জমি শনাক্ত করেও কাক্সিক্ষত ফলাফল না পাওয়ায় হতাশ অত্র অঞ্চলের জনগণ। পার্শ্ববর্তী উপজেলায় যখন মডেল মসজিদ উদ্বোধন করা হয়, তখন শাহরাস্তিতে জমি চূড়ান্ত না হওয়ায় নির্মাণ কাজ শুরুই হয়নি। জমি চূড়ান্ত করতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সর্বশেষ ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের আগমন ঘটে শাহরাস্তি উপজেলায়। মডেল মসজিদ নির্মাণের জন্যে ইতিমধ্যে চারটি জায়গা প্রথমিকভাবে আমলে নেয়া হয়। বিভিন্ন জটিলতার কারণে ইতিমধ্যে দুটি জায়গা বাতিল করে দেয়া হয়। বর্তমানে দুটি জায়গার প্রস্তাব রয়েছে। উপজেলা পরিষদের পাশেই বদিউল আলমের একটি জায়গা সাময়িকভাবে চূড়ান্ত করা হয়। উক্ত জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের সাইনবোর্ডও লাগিয়ে দেয়া হয়। কিন্ত জমি অধিগ্রহণের ক্ষেত্রে জটিলতা দেখা দিলে বর্তমান জেলা প্রশাসকের নজরে বিষয়টি আসাতে তিনি নিজেই আগ্রহ প্রকাশ করে উক্ত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। কিছুদিন পূর্বে তিনি মডেল মসজিদের জায়গা পরিদর্শনে আসেন। তাতেও কোনো সমাধান না হওয়ায় গতকাল ২৬ জুন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল, উপ-সচিব মোঃ সাখাওয়াত হোসেন মডেল মসজিদের জন্যে প্রস্তাবিত দুটি জায়গা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরা। এ সময় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়