শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০০:০০

মতলব উত্তরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব উত্তর ব্যুরো ॥
মতলব উত্তরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার বারোআনী রোডে মাদক ক্রয়-বিক্রয়কালে মোঃ আব্দুল মান্নান প্রকাশ মান্নান (৬১)কে পুলিশ গ্রেফতার করেছে। ২৯ মার্চ বেলা ১টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪শ’ গ্রাম গাঁজা, যার মূল্য অনুমান ৮ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

আটক মোঃ আব্দুল মান্নান মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নতুন চর (আলগারচর, গরিব হোসেনের বাড়ি) গ্রামের মৃত গরিব হোসেন বেপারীর ছেলে। সে বর্তমানে মতলব উত্তর উপজেলার বারোআনী গ্রামে থাকে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)-এর দিক নির্দেশনায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের তত্ত্বাবধানে এসআই মোঃ রমিজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট এসব বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানার মামলা নং-৩১/৮০, তারিখ ২৯/০৩/২০২৪, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; এর ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়।

মতলব উত্তর অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ মতলব উত্তর থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়