বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০

বলাখাল শারদাঞ্জলি গীতা নিকেতনের ২য় বর্ষপূর্তি পালিত
প্রেস বিজ্ঞপ্তি ॥

শারদাঞ্জলি ফোরাম চাঁদপুরের অধীন বলাখাল গীতা নিকেতনের ২য় বর্ষপূর্তি চৌধুরী বাড়িস্থ পূজা মণ্ডপে পালিত হয় গত শুক্রবার।

বৈদিক সংস্কৃতির আলোকে সুখেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সভাপতি রিপন কুমার সাহা, উপদেষ্টা গোপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি নন্দিতা দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সহ-সম্পাদক পঙ্কজ দাস, সুমন বিশ্বাস অর্পণ, সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথ, সহ-সমন্বয়ক মানিক সরকার, দপ্তর সম্পাদক দীপ্ত ঘোষ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অপু অধিকারী, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক দিলিপ কুমার সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক দিপঙ্কর চক্রবর্তী সৈকত, তীর্থ বিষয়ক সম্পাদক লক্ষ্মণ সাহা, সারথি অন্তর সাহা, লিটন সাহা লিটু, মাতৃশক্তি ফোরামের সভাপতি প্রীতিকা দাস, উপদেষ্টা চন্দনা চক্রবর্তী, সহ-সভাপতি শম্পা দত্তগুপ্ত, সমন্বয়ক দিয়া দাসসহ হাজিগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, পৌর পূজা পরিষদের সভাপতি রাধা কান্ত দাস ও স্বপন চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সকল উপনিষদ নিয়েই গীতা আর গীতার এ বাণীর প্রতিফলন ঘটাতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করা হয় বেদমন্ত্র পাঠ, গীতা পাঠ ও চণ্ডিপাঠ করে। তারপর শুরু হয় বৈদিক নৃত্যানুষ্ঠান ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের।

গীতা নিকেতনের শিক্ষার্থীদের একের পর এক প্রাণবন্ত বৈদিক নৃত্য ও সঙ্গীতের মূর্ছনায় অনুষ্ঠানস্থলে আগত ভক্তবৃন্দ হারিয়ে যায় সনাতনী সংস্কৃতির ভাব জগতে। যা বর্তমান কলুষিত সমাজে অতি বিরল।

অনুষ্ঠানের শুরুতেই মাতৃশক্তি ফোরামের প্রধান উপদেষ্টা ও জেলা ফোরামের সভাপতি রিপন কুমার সাহার প্রয়াত সহধর্মিণী কৃষ্ণা রাণী রায় চৌধুরীর আত্মার সদগতি কামনায় নীরবতা পালন এবং টিভি ও বেতার শিল্পী নন্দিতা দাসের উৎসর্গকৃত সঙ্গীত পরিবেশন করার পর সঞ্চালক সুমন অধিকারী প্রয়াতের জীবনাচারণ করেন।

প্রয়াত কৃষ্ণা রাণীর পুত্রদ্বয় আপন সাহা রাম ও অম্লান সাহা শ্যাম জেলা ফোরাম কর্তৃক পরিচালিত ১৬টি গীতা নিকেতনের সম্মানিত শিক্ষকদের হাতে তাদের মায়ের স্মরণে শিক্ষা উপকরণ হিসেবে গীতা, হোয়াইট বোর্ড, ডাস্টার ও কলমসহ তুলে দেন এবং জেলা ফোরামের উদ্যোগে করোনাকালীন সনাতনী সৎকারের জন্যে হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, হাইমচর উপজেলা কমিটির দলপতিদের হাতে সৎকার উপকরণ তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়