প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধুসহ বীর শহিদদের প্রতি জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুসহ একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেতৃবৃন্দ। সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলালের নেতৃত্বে চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ‘অঙ্গীকারে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আজকের দিনে আমরা পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিতা মা-বোনদের প্রতি।
পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গার ৫৩ বছর পূর্ণ হওয়ার ঐতিহাসিক দিনে আমাদের শপথ নিতে হবে। স্বাধীন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমিন, নুরুল ইসলাম মিয়াজিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।